এক্সিম ব্যাংক ও ইউ এস বাংলা এয়ারলাইনস এর মধ্যে চুক্তি


প্রকাশিত: ১১:৩৭ এএম, ২৫ নভেম্বর ২০১৪

এক্সিম ব্যাংক-এর সাথে কর্পোরেট চুক্তি সই করল আকাশ পথে যাত্রীসেবা প্রদানকারী ইউ এস বাংলা এয়ারলাইনস। কর্পোরেট চুক্তির আওতায় এক্সিম ব্যাংক এখন থেকে নিজস্ব কার্যালয় থেকেই ইউ এস বাংলা এয়ারলাইনসের টিকেটিং সফটওয়্যার ব্যবহার করে যেকোন সময় যেকোন গন্তব্যের টিকেট ক্রয় করতে পারবে।

মঙ্গলবার এক্সিম ব্যাংক প্রধান কার্যালয়ে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং ইউ এস বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া ও খন্দকার রুমী এহসানুল হকসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহীবৃন্দ।


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।