ইরান থেকে প্রবাসী আয় বন্ধই হয়ে গেলো!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৬ এএম, ২৭ নভেম্বর ২০১৪

কমতে কমতে ইরান থেকে প্রবাসী আয় আসা বন্ধই হয়ে গেলো। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য থেকে জানা গেছে, গত অক্টোবর মাসে ইরান থেকে কোন প্রবাসী আয় দেশে আসেনি। এমনকি চলতি অর্থ বছরের প্রথম ৪ মাসে (জুলাই-অক্টোবর) কোন প্রবাসী আয় দেশে আসেনি।

জানা গেছে, ইরানে বাংলাদেশি বেশ কিছু নাগরিক অপরহনের মুখে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আবার বিশ্ব রাজনীতি ও ইরানের কর্মকান্ডের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর হুমকির মুখেও সে দেশে থাকা প্রবাসী বাংলাদেশি নাগরিকরা অনেকে দেশে ফিরে আসেন।

বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, ২০০৯-১০ অর্থ বছরে ইরান থেকে ৪০ লাখ ৪৯ হাজার ডলার প্রবাসী আয় দেশে আসে। পরের বছর ২০১০-১১ অর্থ বছরে ২০ লাখ ৩৯ হাজার ডলার, পরের বছর ১০ লাখ ১৬ হাজার ডলার প্রবাসী আয় আসে।  ২০১২-১৩ অর্থ বছরে আসে ২০ লাখ ৫৯ হাজার ডলার। গত অর্থ বছরে ইরান থেকে প্রবাসী আয় একদমই কমে গেছে। প্রবাসী আয় আসে মাত্র ৪০ হাজার ডলার। কিন্তু এর পর থেকে চলতি অর্থ বছরের গত কয়েক মাসে একটি ডলারও প্রবাসী আয় আসেনি।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সহকারি মুখপাত্র এএফএম আসাদুজ্জামান জাগোনিউজকে বলেন ইরানে সার্বিক ভাবে নানা সমস্যা থাকায় সে দেশে আমাদের প্রবাসীরা আর থাকছে না। তাছাড়া ইরান এমননিতেও প্রবাসী আয় অধ্যূসিত দেশ ছিলো না। এটি নেতিবাচক কিছু নয়। এতে আমাদের সার্বিক প্রবাসী আয়ে কোন নেতিবাচক ধারা তৈরি হবে না।
জানা গেছে, গত অর্থ বছরে প্রবাসী আয় দেশে এসেছে প্রায় এক হাজার ৪৫ কোটি ডলার। যা বিগত যেকোন দিনের থেকে বেশি। এবছর প্রবাসী আয় আরো বাড়বে বলে ধারণা করছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ প্রবাসী আয়ে বিশ্বে সপ্তম, আর দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়।  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।