এশিয়ার ‘বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড’ অ্যাওয়ার্ড পেলো ইউনিলিভার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১২ পিএম, ১৯ আগস্ট ২০২২
এশিয়ার ‘বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড ২০২২’ হিসেবে ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসের স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ

ইউনিলিভার বাংলাদেশকে (ইউবিএল) এশিয়ার ‘বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড ২০২২’ অ্যাওয়ার্ড দিয়েছে বিশ্বজুড়ে মানব-সম্পদ ব্যবস্থাপনায় স্বীকৃতি দেওয়া স্বাধীন সংস্থা ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস।

ইউনিলিভার কম্বোডিয়া লিমিটেড ও ইউনিলিভার শ্রীলঙ্কাও অনুসরণীয় বিভিন্ন উদ্যোগের জন্য তাদের নিজেদের দেশের হয়ে অ্যাওয়ার্ড জিতেছে।

সম্প্রতি ‘এশিয়ার বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৩তম আসরে মানব সম্পদ বিষয়ক পেশাজীবীরা ও সংস্থাটির আন্তর্জাতিক নেতারা সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক ম্যারিন স্কয়ারে মিলিত হয়েছিলেন।

সম্মানজনক এ আয়োজনে মেধার অন্বেষণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে ইউবিএলের বাংলাদেশের কর্মপ্রক্রিয়া ও নীতিবোধ সবার সামনে তুলে ধরা হয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক প্রশংসা অর্জন করে ইউবিএল।

ইউবিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার বলেন, ক্যারিয়ার গড়তে কর্মীরা আমাদের প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখেন। আমরা সে আস্থা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করি। এ অ্যাওয়ার্ডের মাধ্যমে আমাদের সে প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ায় আমি আনন্দিত।

অধিকতর অগ্রগামী পৃথিবী ও সমাজব্যবস্থা বিনির্মাণে বিভিন্ন খাতের সবচেয়ে উজ্জ্বল মেধাবীদের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের ক্রমবর্ধমান ডিজিটালাইজেশনের এ যাত্রায় তরুণদের কাজের ক্ষেত্র তৈরি করার এটাই উৎকৃষ্ট সময়।

এ অ্যাওয়ার্ডকে বাংলাদেশের সম্ভাবনাময় মেধার প্রতিফলন হিসেবে উল্লেখ করে ইউবিএলের মানবসম্পদ বিভাগের পরিচালক সাকশী হান্ডা বলেন, এ প্রতিযোগিতায় বিচারকরা তরুণদের ক্যারিয়ার বিষয়ক অগ্রাধিকার ও পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশে চাহিদা পূরণে ইউনিলিভারের দায়বদ্ধতার প্রতি গুরুত্বারোপ করেছেন।

‘ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পছন্দনীয় কাজের ক্ষেত্র, যেমন- সাপ্লাই চেইন, মার্কেটিং, ফাইন্যান্স অথবা করপোরেট বিজনেস বিষয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি করে দেই। এছাড়া ক্যারিয়ার ব্রেক কর্মসূচির পাশাপাশি আমাদের এখানে রয়েছে ফ্রিল্যান্সিংয়ের সুযোগ।

তিনি আরও বলেন, আমাদের বিভিন্ন ধরনের বৈশ্বিক উদ্যোগ অন্যান্য প্রতিষ্ঠানকেও ডিজিটাল রূপান্তরে অনুপ্রাণিত করবে। পাশাপাশি বাংলাদেশের মেধাবীদের কাছে ব্যবসা বা করপোরেট খাতকে ইতিবাচক করে তুলতে প্রভাব ফেলবে।

উদ্দেশ্যমুখী ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে ১৯০টিরও বেশি দেশে ইউনিলিভারের উপস্থিতি রয়েছে। কোম্পানিটি বৈশ্বিক চাহিদা অনুযায়ী তরুণ মেধাবীদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি নিয়মিত পরিচর্যা করে।

তিন দশক ধরে ‘ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস’ ১৩৩টিরও বেশি দেশের হাজার হাজার পেশাদারকে একই মঞ্চে জড়ো করেছে। বর্তমানে এটি মানব-সম্পদ বিষয়ক পেশাজীবীদের সর্ববৃহৎ মিলনমেলায় পরিণত হয়েছে।

এর আগে, ইউনিভার্সামের স্বাধীন এক জরিপে ইউনিলিভার বাংলাদেশ নিত্য ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) ইন্ডাস্ট্রি ও অন্য সব খাতে সেরা এমপ্লয়ার নির্বাচিত হয়। এছাড়া, এ বছরের শুরুতে ইউবিএলকে বাংলাদেশে ‘দ্য গ্লোবাল বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি দেয় ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস।

আইএইচআর/এসএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।