নারী উদ্যোক্তা ইউনিট গঠন
নারী উদ্যোক্তাদের ব্যাংকিং সেবা সংক্রন্ত অভিযোগ গ্রহণ ও নিস্পত্তি এবং তফসিলি ব্যাংকগুলার নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি তদারকি ও মূল্যায়ন করতে বাংলাদেশ ব্যাংকের কর্যালয়সহ সবগুলো শাখা তফসিলি নারী উদ্যোক্তা ইউনিট করা হয়েছে।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের মানব সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রসাশনিক পরিপত্র জারি করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, এই ইউনিটগুলোর প্রধান হিসেবে থাকবেন একজন উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম)।
বাংলােদেশ ব্যাংকের সহকারী মূখপাত্র এ এফ এম আসাদুজ্জামান জানান, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খলনা ও রাজশাহীসহ বাংলাদেশ ব্যাংকের নয়টি অফিসেই এ ইউনিট থাকবে। ইউনিটটি বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের আওতাধীন হয়ে কাজ করবে।