১৬ জেলায় অনলাইন ডাটাবেজ করবে বিসিক
দেশের ১৬ জেলায় শুরু হচ্ছে মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্পের ভৌগোলিক তথ্য ব্যবস্থা (জিআইএস) ভিত্তিক অনলাইন ডাটাবেজ বাস্তবায়ন কার্যক্রম।
এ জন্য রোববার ঢাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ১৬ জেলার ৩১ কর্মকর্তার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
বিমসকের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ কর্মসূচিটি উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান।
প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ কর্মসূচির প্রধান বিসিকের পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ।
প্রশিক্ষণে কর্মকর্তাদের ডাটাবেজ সিস্টেমের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ, ডাটা এন্ট্রি ও সাপোর্ট, ডাটা ভেরিফিকেশন বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি জেলা পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কীভাবে বিভাগের সব জেলার স্থানীয় মাঝারি, ক্ষুদ্র, কুটির ও কারুশিল্পগুলো দ্রুত অনলাইন ডাটাবেজটিতে অন্তর্ভুক্ত করতে হবে সে বিষয়েও ধারণা দেওয়া হয়।
এনএইচ/জেডএইচ/