বিকাশে পরিশোধ করা যাবে দুই হাসপাতালের ফি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৪ পিএম, ১১ ডিসেম্বর ২০২২

বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধীনে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে এখন থেকে চিকিৎসা সেবার ফি বিকাশে পরিশোধ করা যাবে।

এ লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল ও বিকাশের মধ্যে সম্প্রতি একটি চুক্তি সই হয়েছে।

বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সেক্রেটারি মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম (অব.) এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির মাধ্যমে হাসপাতালে চিকিৎসাসেবার ফি সহজেই পরিশোধ করা যাবে বিকাশে। বিশেষ করে তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তার স্বজনরা নগদ টাকার ঝামেলা এড়িয়ে সহজেই চিকিৎসাসেবার ফি দিতে পারবেন, প্রয়োজনে সেন্ড মানি অথবা অ্যাড মানির মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টে টাকা এনেও যে কোনো সময় ফি পরিশোধ করতে পারবেন। বিকাশের এ সেবা হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসা ব্যবস্থাপনাকেও সহজতর ও কার্যকর করবে।

এ চুক্তির ফলে স্বনামধন্য এ দুই হাসপাতালে আসা রোগীরা টিকেট ফি, আউটডোর-ইনডোর ট্রিটমেন্ট, প্যাথলজি, এক্স-রে, এমআরআই এবং নানা পরীক্ষা-নিরীক্ষার ফিসহ সব ধরনের চিকিৎসাসেবার বিকাশে ফি পরিশোধ করতে পারবেন।

চিকিৎসা সেবার মতো জরুরি সেবা গ্রহণে বিকাশের মতো ডিজিটাল পেমেন্ট গ্রাহকদের জীবনে আরও স্বাচ্ছন্দ্য এনে দেবে বলে ধারণা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকাশের মার্চেন্ট বিজনেসের ভাইস প্রেসিডেন্ট নোভেরা আয়েশা জামান, মহাব্যবস্থাপক সিরাজুল মাওলা, বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ট্রেজারার জিএম জয়নাল আবেদিন ভূইয়া, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. আবদুর সবুর মিয়া (অব.), উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান (অব.) এবং উভয় হাসপাতালের অধ্যক্ষসহ অন্যরা।

এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।