রেনেসাঁ হোটেলে সিয়ার রেস্টুরেন্ট চালু
‘গুড ফুড, গুড পিপল অ্যান্ড গুড মিউজিক’ এ স্লোগান নিয়ে রাজধানীর গুলশানে রেনেসাঁ হোটেলে আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট সিয়ার পথ চলা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রেনেসাঁ হোটেলের লেভেল ১৮-তে রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়। এসময় প্রিমিয়ার গ্রুপের চেয়ারম্যান ড. এইচবিএম ইকবালসহ অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের সুস্বাদু সব খাবার লাইভ মিউজিকের সঙ্গে চমৎকারভাবে পরিবেশনের মাধ্যমে এটি অতিথিদের কাছে দেশের অন্যতম ও জনপ্রিয় একটি রেস্টুরেন্ট হয়ে উঠবে।
রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলটি প্রিমিয়ার গ্রুপের একটি প্রতিষ্ঠান।
প্রিমিয়ার গ্রুপের চেয়ারম্যান বলেন, গ্রেট ফুড, গ্রেট পিপল অ্যাড গ্রেট মিউজিকের দারুণ এক কম্বিনেশনের কারণে সবাই এটা খুব পছন্দ করবে। এ রেস্তোরাঁয় রয়েছে লাইভ শো কিচেন এবং প্যানোরামিক ভিউসহ একটি এক্সক্লুসিভ বার। যেখানে চমৎকার সব খাবারের সঙ্গে অতিথিরা লাইভ বিনোদন উপভোগ করতে পারবেন। এগুলো ছাড়াও রয়েছে বিশ্বমানের বিশেষজ্ঞদের কাছ থেকে নেওয়া মিক্সোলজি ম্যাজিক।
রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের জেনারেল ম্যানেজার নোয়েকে কুসুমা বলেন, ঢাকার মানুষ মিউজিক ভালোবাসে এবং এ রেস্টুরেন্টে ঢাকাবাসী তাদের বন্ধুবান্ধব ও পরিবারসহ চমৎকার খাবার, দারুণ পরিবেশনা ও আনন্দঘন পরিবেশ উপভোগ করতে পারবেন। যা হবে ঢাকাবাসীর জন্য সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা।
এনএইচ/আরএডি