পোশাকের পর ডিসকাউন্ট কমিটিতে চামড়া খাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৪ এএম, ১৬ ডিসেম্বর ২০২২

এতদিনে শুধু পোশাক রপ্তানির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ডিসকাউন্ট কমিটি সিদ্ধান্ত নিতে পারতো। এখন থেকে চামড়া ও চামড়া জাত খাতের ব্যবসায়ীরা ডিসকাউন্ট কমিটিতে আবেদন করলে তা বিবেচনা করতে পারবে কমিটি।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

চামড়া ও চামড়া জাত পণ্য রপ্তানির বিপরীতে সঠিক মূল্য না আসায় সংকটে ছিলেন খাত ব্যবসায়ীরা। এখন থেকে চামড়াখাতের উদ্যোক্তারা বিষয়টি ডিসকাউন্ট কমিটিতে আবেদন করলে তা বিবেচনা করবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংককে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের মাধ্যমে মাধ্যমে আবেদনপত্র ডিসকাউন্ট কমিটিতে পেশ করতে হবে।

ডিসকাউন্ট কমিটিতে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ খাতের ব্যবসায়ীরা বিষয়টি স্বাগত জানিয়েছেন। যৌক্তিক কারণে রপ্তানি মূল্য প্রত্যাবাসন করা সম্ভব না হলে রপ্তানিকারকরা এসংক্রান্ত সমস্যা থেকে সহজে সমাধান পাবেন বলে জানান চামড়া খাতের উদ্যোক্তারা।

ইএআর/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।