ট্যাক্সেস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৯ এএম, ১২ জানুয়ারি ২০২৩

বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাক্সেস অ্যাসোসিয়েশনের (বিটা) সাধারণ সভা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর বিজয়নগর হোটেল ৭১- এ এই সভা হয়।

সাধারণ সভায় সব ট্যাক্স ইন্সপেক্টরদের মতামতের ভিত্তিতে কার্যনির্বাহী কমিটির ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটিতে বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাক্সেস অ্যাসোসিয়েশনের (বিটা) সভাপতি মনোনীত হন মো. আমিনুল ইসলাম আকাশ ও মহাসচিব হন সহিদুজ্জামান সোহেল।

এসময় কার্যকর সভাপতি আবির হোসেন চাকলাদার এবং কার্যকর মহাসচিব এম ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব সহিদুজ্জামান সোহেল জানান, অন্যান্য পেশাজীবী সংগঠনের মতো কার্যক্রম পরিচালনা এবং জাতীয় রাজস্ব আহরণে ভূমিকা রাখতে বিটা কাজ করবে।

এসএম/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।