কুমিল্লায় সোনালী ব্যাংকের ব্যবসায়িক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩

কুমিল্লায় সোনালী ব্যাংক লিমিটেডের ‘বার্ষিক সম্মেলন ও ব্যবসায়িক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) কুমিল্লায় অবস্থিত ‘এলিট প্যালেসে’ এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজারস অফিস, কুমিল্লার আওতাধীন প্রিন্সিপাল অফিস, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও কুমিল্লা করপোরেট শাখা প্রধানসহ সব শাখা প্রধান ও ব্যবস্থাপকরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম ও বিশেষ অতিথি হিসেবে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

সভার শুরুতে জেনারেল ম্যানেজারস অফিস, কুমিল্লার জেনারেল ম্যানেজার ডিসেম্বর-২০২২ পর্যন্ত অর্জিত ব্যবসায়িক চিত্র উপস্থাপন করেন। এরপর জেনারেল ম্যানেজারস অফিসের আওতাধীন অঞ্চল প্রধান ও কুমিল্লা করপোরেট শাখার প্রধানরা পর্যায়ক্রমে তাদের ডিসেম্বর-২০২২ পর্যন্ত অর্জিত ব্যবসায়িক চিত্র উপস্থাপন করেন।

সভায় ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম কুমিল্লা অঞ্চলের ডিসেম্বর পর্যন্ত অর্জিত ব্যবসায়িক অবস্থা পর্যালোচনা করা তা আশাব্যঞ্জক হওয়ায় চলতি বছরেও তা অব্যাহত রাখতে সবাইকে আরও সচেষ্ট হওয়ার জন্য পরামর্শ দেন।

ইএআর/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।