রপ্তানি মূল্য যখনই আসুক, প্রকৃত প্রত্যাবাসনের দিনের রেটে নগদায়ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ০৬ মার্চ ২০২৩

দেশে রপ্তানি পণ্যের মূল্য যখনই আসুক, প্রকৃত প্রত্যাবাসনের তারিখের ডলারের রেটে মূল্য পরিশোধ করতে হবে ব্যাংকগুলোকে। অর্থাৎ পণ্য রপ্তানির মূল্য বিলম্বে প্রত্যাবাসন (রপ্তানি পণ্যের মূল্য নির্ধারিত সময়ে না এলে) হলে প্রকৃত প্রত্যাবাসনের তারিখের বিনিময় হারে মূল্য পরিশোধ হবে।

সোমবার (৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতে, এখন থেকে বিলম্বে রপ্তানি মূল্য প্রত্যাবাসনের ক্ষেত্রে প্রকৃত প্রত্যাবাসনের তারিখের বিনিময় হারে রপ্তানি মূল্য নগদায়ন করতে হবে। রপ্তানি মূল্য প্রত্যাবাসনের প্রকৃত তারিখে প্রচলিত বিনিময় হার প্রয়োগ করে রপ্তানিকারক প্রতিষ্ঠানকে মূল্য পরিশোধ করতে হবে ব্যাংকগুলোকে।

এছাড়া চলতি বিনিময় হার এবং মূল্য প্রত্যাবাসনের প্রকৃত তারিখের বিনিময় হারের ব্যবধানের অর্থ পৃথক খতিয়ানে রাখতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী তা ব্যবহার করতে হবে।

মূলত, রপ্তানি মূল্য প্রত্যাবাসনের প্রকৃত তারিখ এবং প্রত্যাবাসনের সময়ে বিনিময় হারের ব্যবধান হয়। এতে জটিলতা তৈরি হওয়ায় নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ নির্দেশনার ফলে রপ্তানি মূল্য প্রত্যাবাসনে গতি আসবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

ইএআর/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।