এসবিএসি ব্যাংক ও ক্লাউড ওয়েলের মধ্যে চুক্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ২৫ মার্চ ২০২৩

গ্রাহকদের ডিজিটাল লেনদেন পরিসেবার লক্ষ্যে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক এবং ক্লাউড ওয়েল লিমিটেডের প্রতিষ্ঠান ‘পেওয়েল’-এর মধ্যে সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে।

এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আজীম এবং ক্লাউডওয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিসুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসবিএসি ব্যাংকের এডিসির প্রধান মোহাম্মদ শফিউল আজম, এজেন্ট ব্যাংকিংয়ের প্রধান মো. ফিরোজ চৌধুরী, পেওয়েলের সিইও মোহাম্মদ কুদরতুল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির মাধ্যমে এসবিএসি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং গ্রাহকরা পেওয়েলের প্ল্যাটফর্ম ব্যবহার করে ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল টপআপ, টিকিটসহ সব ধরনের ডিজিটাল সেবা নিতে পারবেন।

ইএআর/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।