জাহাজ নির্মাণ শিল্প

পুনঃঅর্থায়ন নিয়ে মিডল্যান্ড ব্যাংক-বাংলাদেশ ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ৩০ মার্চ ২০২৩

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ২৯ মার্চ বাংলাদেশ ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের মধ্যে জাহাজ নির্মাণ শিল্পে পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে একটি চুক্তির স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ.কে.এম. সাজেদুর রহমান খানের উপস্থিতিতে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান-উজ জামান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. নুরুল আমিন তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তির অধীনে, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড জাহাজ নির্মাণ শিল্পে স্বল্প খরচে দীর্ঘমেয়াদি অর্থায়নের মাধ্যমে জাহাজ নির্মাণ শিল্পে দেশের সম্ভাবনা বাড়াতে সহায়তা করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক আরিফ হোসেন খান, অতিরিক্ত পরিচালক মো. নাজিম উদ্দিন, যুগ্ম পরিচালক মোহাম্মদ আক্তার-উজ-জামান এবং মাহেদী মামুন। মিডল্যান্ড ব্যাংকের পক্ষে ছিলেন এসইভিপি এবং প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান মো. জাভেদ তারেক খান, এসএভিপি এবং স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিটের প্রধান আবু শাহাদাত মোহাম্মদ শাহেদ।

এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।