নগদ মেগা ক্যাম্পেইনে জেতা পুরস্কার নিলেন উৎফুল্ল বিজয়ীরা

ঈদ সামনে রেখে ডাক বিভাগের সেবা নগদ লিমিটেড দিচ্ছে মেগা অফার। অফার হিসেবে থাকছে একটি বিএমডব্লিউ গাড়ি। এছাড়া অন্যান্য পুরস্কার জেতা যাবে প্রতিদিনই। এর মধ্যে মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজ, মোবাইল ও ট্যাব জিতে নেওয়া বিজয়ীরা অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের পুরস্কার বুঝে নিচ্ছেন।
ঢাকার বনানীতে নগদ লিমিটেডের প্রধান কার্যালয়ে রোববার (২ এপ্রিল) এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ২৩, ২৪ ও ২৫ মার্চের পুরস্কার বিতরণ করা হয়। নগদের চিফ কমার্শিয়াল কর্মকর্তা সাদাত আদনান আহমেদ, ইনোভেশন অ্যান্ড ইনসাইটস ডিভিশনের ডিরেক্টর মোহাম্মদ সোলাইমান, হেড অব কাস্টমার সার্ভিস কৌশিক সাহা, হেড অব বিটিএল অ্যান্ড ইভেন্টস ইমরান হায়দার ও হেড অব কমিউনিকেশন স্ট্যাটেজি মনসুরুল আজিজ এ সময় উপস্থিত ছিলেন।
মেগা পুরস্কারের অংশ হিসেবে মোটরসাইকেল জিতে নেন শহিদুল ইসলাম মামুন, রেফ্রিজারেটর জেতেন তাসলিমা, টেলিভিশন পুরস্কার পান ওমর ফারুক, সাফিন আল আনসার, নাসিম মণ্ডল, সজল রায় ও মোহাম্মদ ফারুক।
এছাড়া মোবাইল ফোন নেন মো. নাসির উদ্দিন, মো. আবুল কালাম আজাদ ও গোলাম সারওয়ার। নোটপ্যাড জিতে নেন মো. আবদুল্লাহ জাহেদ, নাসিম হায়দার, নজরুল ইসলাম ও মো. রেজাউল করিম জামান।
পুরস্কার নেওয়ার পর মোটরসাইকেল বিজয়ী শহিদুল ইসলাম মামুন অনুভূতি প্রকাশ করে বলেন, তিনি ভাবতেও পারেননি মোটরসাইকেল জিতবেন। মোটরসাইকেল পেয়ে তার উপকার হলো। তিনি নগদে আরও বেশি লেনদেন করবেন এবং এই মোটরসাইকেল তার দৈনন্দিন যাতায়াতে অনেক বেশি উপকার আসবে বলে জানান।
রেফ্রিজারেটর জিতে অনেকটা আশ্চর্য তাসলিমা। তিনি পেশায় একজন গৃহিণী। পুরস্কার জিতে তিনি অনেক খুশি। বললেন, তার নগদ ব্যবহার করেন তার ছেলের কল্যাণে। ছেলে নিয়মিত টাকা লেনদেন করে নগদের মাধ্যমে। যে কারণে তিনি এই রেফ্রিজারেটর জিতে নিতে পেরেছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এক ফাঁকে নগদ-এর চিফ কমার্শিয়াল কর্মকর্তা সাদাত আদনান আহমেদ বলেন, আমরা মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে এবং মানুষকে ক্যাশলেস সোসাইটি গড়তে উৎসাহিত করছি। যার কারণে আমরা এই মেগা অফার দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং সাড়া পাচ্ছি। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিজয়ীদের আনন্দ দেখে যা আমরা বুঝতে পারছি।
আইএইচআর/এমআরএম/জিকেএস