প্রাণ ফুডসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
প্রাণ ফুডস লিমিটেডের ঝালমুড়ি ও পটেটো ক্র্যাকার গ্রুপের বিভিন্ন পণ্য পরিবেশনের সাথে সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে পরিবেশক সম্মেলন-২০১৪। সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত সম্মেলনে উভয় গ্রুপের সেরা ১০০ জন করে মোট ২০০ জন পরিবেশক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রাণ-এর পরিচালক ইলিয়াস মৃধা পরিবেশকদের বিগত সময়ে সেরা পারফরমেন্সের জন্যে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পরিবেশকদের সকল ধরনের ব্যবসায়িক সহযোগিতা করার অঙ্গীকার প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে বিগত বছরের ব্যবসায়িক কার্যক্রম এবং ব্যবসায়িক পরিধি আরও সম্প্রসারণ ও গতিশীল করার লক্ষে পরিবেশকদের কাছে থেকে তিনি বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিগত বছরে সেরা পারফরমেন্সের জন্য উভয় গ্রুপের ১২ জন পরিবেশককে পুরস্কৃত করা হয়।
এ সময় প্রাণ-এর পরিচালক ইলিয়াস মৃধা ছাড়াও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল, প্রাণ ফুডস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার সাইফুল ইসলাম সিকদারসহ প্রাণ ফুডস লিমিটেডের সেলস্ ও মার্কেটিং বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।