এসএমই ঋণ বেড়েছে
২০১৪ সালের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ক্ষুদ্র ও মাঝারি-এসএমই খাতে ঋণ বিতরণ বেড়েছে। ২০১৩ সালের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে নয় হাজার কোটি টাকা বেশি বিতরণ করেছে ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো। শতকরা হিসেবে তা প্রায় ১৫ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের এমএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ থেকে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, নয় মাসে লক্ষ্যমাত্রার ৮০ দশমিক ৯৪ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে। ২০১৪ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসএমই খাতে মোট ঋণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ৮৯ হাজার ৩০ কোটি ৯৪ লাখ টাকা। আর জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিতরণ করেছে ৭২ হাজার ৬২ কোটি ২৪ লাখ টাকা। আর এ সময় মোট ৩ লাখ ৮৯ হাজার ৮৮৬ জন উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, ২০১৩ সালের ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর এসএমই খাতে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয় ৭৪ হাজার ১৮৬ কোটি ৮৭ লাখ টাকা। যে হিসেবে, চলতি নয় মাসে ৯ হাজার ৫৮৯ কোটি ৭০ লাখ টাকা বা ১৫ দশমিক ৩৫ শতাংশ বেশি ঋণ বিতরণ করা হয়েছে।
জানা গেছে, জুলাই সেপ্টেম্বর মাসে সেবা খাতে ৮ হাজার ৮৮৮ টি প্রতিষ্ঠানকে ১ হাজার ৯৮৩ কোটি ৯০ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। ব্যবসা খাতে দেওয়া হয়েছে ১৫ হাজার ৬৪১ কোটি ৮ লাখ টাকা, শিল্প খাতে ৭ হাজার ৩২৯ কোটি ৫৫ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে।
সূত্র বলছে, নারী উদ্যোক্তাদের গত নয় মাসে ২ হাজার ৬৫১ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। মোট ২০ হাজার ৩৪৯ জন নারী উদ্যোক্তা এই ঋণ পেয়েছেন। নারী উদ্যোক্তাদের মাঝে এসএমই ঋণ বিতরণ বেড়েছে ১২ দশমিক ৯২ শতাংশ। আর টাকার হিসেবে ৩০৩ কোটি ২৮ লাখ টাকা।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, এসএমই অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে এসএমই খাতকে অগ্রাধিকার দিতেই হবে। জিডিপি প্রবৃদ্ধিতে এসএমই খাতের অবদান অস্বীকার করা যাবে না।