রোববার ডিএসইতে লেনদেন কমলো
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে-ডিএসইতে বড় অংকের লেনদেন কমেছে। আগের কার্য দিবসের থেকে ১৩০ কোটি ১০ লাখ টাকা কম। ডিএসই’তে আজ মোট লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৩৮৩ কোটি ৩৯ লক্ষ ৩৫ হাজার ৭২৭ টাকা। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ২৯৯ টি কোম্পানির ১০ কোটি ৪৬ লক্ষ ৫ হাজার ৭৯৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩১ দশমিক ৪৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩০ দশমিক ৩৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২১ দশমিক ৩২ পয়েন্ট কমে ১ হাজার ৮২২ দশমিক ৩৮ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৯ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১ হাজার ১৫১ দশমিক ৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৯৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, বেক্সিমকো ফার্মা, হামিদ ফেব্রিক্স, বেক্সিমকো লিঃ, সামিট এলায়েন্স পোর্ট, এবি ব্যাংক, কেয়া কসমেটিক্স, ওয়েস্টার্ন মেরিন, মেঘনা পেট্রোলিয়াম, ফ্যামিলি টেক্সটাইল ও যমুনা অয়েল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, শাহাজীবাজার পাওয়ার, সায়হাম টেক্স, বিআইএফসি, ফ্যামিলি টেক্স, প্রাইম টেক্স, জিএসপি ফাইন্যান্স, আরগন ডেনিমস, হাওয়া ওয়েল টেক্স, প্রভাতি ইন্সুঃ ও এইচআর টেক্স।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, মেঘনা পেট্রোলিয়াম, সুহৃদ টেক্স, খান ব্রাদার্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, আনোয়ার গ্যালভানাইজিং, ওয়েস্টার্ন মেরিন, এপেক্স স্পিনিং, বার্জার পেইন্ট, ফু-ওয়াং ফুড ও দেশবন্ধু পলিমার।