ডিএসই’র আরও দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ২৩ মে ২০২৩
ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আরও দুই নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মাধ্যমে ৬ জন স্বতন্ত্র পরিচালক পেলো ডিএসই।

মঙ্গলবার (২৩ মে) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় ডিএসই’র নতুন দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই দুই স্বতন্ত্র পরিচালক হলেন- মো. শহিদুল ইসলাম এবং কাওসার আহমেদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কিছু শর্ত এবং সংশ্লিষ্ট বিধি-বিধান পরিচালন সাপেক্ষে তাদের নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে এ তথ্য জানান বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

গত ২০ ফেব্রুয়ারি ডিএসই’র নতুন চার স্বতন্ত্র পরিচলক অনুমোদন দেয় বিএসইসি। তাদের মধ্যে ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি অনুষদের ডিন ডা. হাফিজ মো. হাসান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বিমা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আবদুল্লাহ আল মাহমুদ, সাবেক সচিব ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মো. আফজাল হোসেন এবং ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (নেপাল ও ভুটান) রুবাবা দৌলা।

এর আগে নিয়োগ পাওয়া ডিএসই’র পর্ষদে থাকা পাঁচ স্বতন্ত্র পরিচালকের মেয়াদ গত ১৮ ফেব্রুয়ারি শেষ হয়। এছাড়াও আরও একটি স্বতন্ত্র পরিচালকের পদ শূন্য ছিল। পাঁচ স্বতন্ত্র পরিচালকের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে ছয় পরিচালক নিয়োগ দিতে বিএসইসিতে ১৮ জনের নামের তালিকা পাঠায় ডিএসই। ডিএসই’র পাঠানো তালিকা থেকে ২০ ফেব্রুয়ারি নতুন চার স্বতন্ত্র পরিচালক নিয়োগ অনুমোদন করে বিএসইসি।

ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ী, স্টক এক্সচেঞ্জের পর্ষদে ১৩ জনের মধ্যে ৭ জন স্বতন্ত্র পরিচালক ও ৪ জন শেয়ারহোল্ডার পরিচালক থাকবেন। এছাড়া একজন কৌশলগত বিনিয়োগকারীর মনোনীত পরিচালক এবং পদাধিকার বলে পর্ষদে আরেকজন রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক।

এমএএস/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।