ঋণ বিতরণে সীমাবদ্ধতা তুলে নতুন নিয়ম চালু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১৮ জুন ২০২৩
ফাইল ছবি

এক অঙ্কে ঋণ বিতরণে সীমা তুলে নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক যার নাম দিয়েছে, শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ রেট (স্মার্ট)। এ ঋণে গ্রাহক পর্যায়ে সুদহার হবে ১০ শতাংশ।

রোববার (১৮ জুন) ২০২৩-২৪ অর্থবছরের ষান্মাসিক (জুলাই-ডিসেম্বর) বা ছয় মাস সময়ের জন্য মুদ্রানীতি ঘোষণায় শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ রেট (স্মার্ট) রাখা হয়।

আরও পড়ুন: রিজার্ভ নামবে ২৩ বিলিয়ন ডলারের ঘরে

আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এ মুদ্রানীতি ঘোষণা করেন।

মুদ্রানীতি ঘোষণায় বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. হাবিবুর রহমান বলেন, নতুন সুদহার ব্যবস্থাটিই শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ রেট বা স্মার্ট। ১৮২ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদহারের সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশ করিডোর বা সীমা দেওয়া থাকবে। বর্তমানে ট্রেজারি বিলের গড় সুদহার ৭ দশমিক এক শতাংশ। অর্থাৎ গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার হবে ১০ দশমিক ১ শতাংশ।

আরও পড়ুন: ৫০ বছরে দেশের প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিক তথ্য চেয়েছে আইএমএফ

তিনি জানান, এবারের মুদ্রানীতিতে রেপো ও রিভার্স রেপোর সুদহার বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। আগামী জুলাই মাস থেকে রেপো সুদহার ৬ শতাংশ থেকে বাড়িয়ে ৬ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আর রিভার্স রেপো ৪ দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে।

ইএআর/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।