যশোরে ‘টেস্টি ট্রিট’ এর দুটি শোরুম চালু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৩

যশোর শহরে দুটি শোরুম চালু করেছে দেশের জনপ্রিয় ফাস্ট ফুড চেইন শপ ‘টেস্টি ট্রিট’। সম্প্রতি যশোরের এমকে সড়ক ও মুজিব সড়কে শোরুম দুটি উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন টেস্টি ট্রিট এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) জিয়াউল হক, আউটলেট ডেভেলপমেন্ট ও মেইনটেনেন্স ম্যানেজার হাসানুজ্জামান এবং অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার গালিব মাহমুদ।

শোরুম থেকে ক্রেতারা জন্মদিন ও বিভিন্ন উৎসবের কেক, পেস্ট্রি, কুকিজ, ডেজার্ট, ফাস্টফুড, মিষ্টান্ন এবং বিভিন্ন ধরনের বেকারি পণ্য ক্রয় করতে পারবেন।

যশোরে ‘টেস্টি ট্রিট’ এর দুটি শোরুম চালু

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ‘টেস্টি ট্রিট’ এর ৩৪৮টি শোরুম চালু রয়েছে।

এ বিষয়ে টেস্টি ট্রিট এর হেড অব বিজনেস ইব্রাহিম খলিল বলেন, ক্রেতাদের কাছে স্বাস্থ্যসম্মত বেকারি সামগ্রী পৌঁছে দেওয়াই টেস্টি ট্রিট এর প্রধান লক্ষ্য। টেস্টি ট্রিট ভোক্তাদের মানসম্মত খাবার পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য জনসাধারণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে টেস্টি ট্রিট ।

জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।