ভিশন এসি কেন কিনবেন, জেনে নিন ১০ কারণ

বিজ্ঞাপন বার্তা বিজ্ঞাপন বার্তা
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২৫ এপ্রিল ২০২৪
এসি বিক্রিতে এগিয়ে ভিশন

গ্রীষ্মের তীব্র গরম থাকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে দেশীয় ব্র্যান্ডের এসি। গ্রাহকদের প্রয়োজনের কথা মাথায় রেখে নানান ফিচার ও অফারের বিজ্ঞাপন নিয়ে বাজারে আছে বেশ কিছু এসি ব্র্যান্ড। তবে গ্রাহকদের আস্থা অর্জন করায় এসি বিক্রিতে এগিয়ে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করা ভিশন এম্পোরিয়াম। চলুন জেনে নেই ভিশন এসি কেনার ১০ কারণ।

ভিশন এসি কেন কিনবেন, জেনে নিন ১০ কারণ

১. ভিশন এসি পরিবেশবান্ধব এবং উন্নত মানের আর৩২ গ্যাস ব্যবহার করা হয়।
২. ভিশন এসিতে রয়েছে ডুয়েল ইনভার্টার টেকনোলজি, যে কারণে বিদ্যুৎ খরচ অনেক কম।
৩. ভিশন এসি ইন্সটলেশান ও ইন্সটলেশানের সব এক্সেসরিজ সম্পূর্ণ ফ্রি।
৪. ভিশন এসিতে ব্যবহার করা হয় উন্নতমানের ফ্লেম রিটারডেন্ট ইনসুলেটেড ওয়্যার এবং ফায়ার প্রুফ কন্ট্রোল বক্স, যা শর্টসার্কিট বা অগ্নিজনিত কোনো সমস্যা থেকে এসিকে রাখে সুরক্ষিত।
৫. ভিশন এসিতে স্লিপ অপশন থাকায় বিদ্যুৎ বিল অনেক কম। পাশাপাশি ভিশন এসির নির্দিষ্ট মডেলে রয়েছে ভয়েস কন্ট্রোল সুবিধা।
৬. ভিশন এসিতে গোল্ডেন ফিন টেকনোলজি মরিচা ও ক্ষয় রোধ করে এবং লো নয়েজ সুবিধা থাকায় ঘুম হয় নির্বিঘ্ন।
৭. ভিশন এসিতে আছে উন্নতমানের ফিল্টার, ইন্টারনাল অটো ক্লিনিং সিস্টেম ও থ্রিডি অপশন, যে কারণে পরিষ্কার-পরিচ্ছন্ন বাতাস ছড়িয়ে পড়ে ঘরের প্রতিটি কোণায়।
৮. ভিশন এসিতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ফিল্টার, যা বাতাসে থাকা জীবাণু শুষে নিয়ে পরিষ্কার বাতাস ছড়িয়ে দিয়ে ঘরকে রাখে জীবাণুমুক্ত।
৯. ভিশন এসিতে ব্যবহার করা হয়েছে শতভাগ কপার কনডেন্সার।
১০. শতভাগ ব্রিটিশ থার্মাল ইউনিট স্ট্যান্ডার্ড অনুসরণ করে প্রস্তুত করা হয় ভিশন এসি।

ভিশন এসি কেন কিনবেন, জেনে নিন ১০ কারণ

এছাড়াও ভিশন এম্পোরিয়ামের বিক্রয়োত্তর সেবা অত্যন্ত দ্রুততার সঙ্গে করা হয়। সারা দেশে ছড়িয়ে থাকা ভিশন এম্পোরিয়ামে বর্তমান এসির ওপর চলছে এক মাসের মানিব্যাক গ্যারান্টি। ব্যবহার করে সন্তুষ্ট না হলে পুরো টাকাই ফেরত পাবেন গ্রাহকরা। সঙ্গে ইএমআই ও কিস্তিতে পণ্য কেনার সুযোগ তো থাকছেই।

সাশ্রয়ী বাজেটে উৎকৃষ্ট মানের ভিশন এসি কিনতে ভিজিট করুন নিকটস্থ ভিশন এম্পোরিয়ামে।

কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।