লেনদেনের উত্থান ধারায় শেয়ারবাজার


প্রকাশিত: ১০:০৯ এএম, ০৫ মে ২০১৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের উত্থান ধারায় লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। তবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বাড়লেও কমেছে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।

বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩০৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬৫ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৪৭৮ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৭৮ কোটি টাকা বেশি। বুধবার ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৪০০ কোটি টাকা।

ডিএসইতে মোট ৩১৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৬৬টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত আছে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৯৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৯৭৫ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ১৭৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩২০ পয়েন্টে, সিএসপিআই সূচক ১৫১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৫৬ পয়েন্টে এবং সিএসআই সূচক ১৩ পয়েন্ট বেড়ে ৯২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৪ কোটি ৮৯ লাখ টাকা। সিএসইতে মোট ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৪ টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত আছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

এসআই/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।