পঞ্চগড়ে প্রাণ লাচ্ছি মে দিবস কনসার্ট


প্রকাশিত: ০৮:০৭ এএম, ০৯ মে ২০১৬

প্রাণ লাচ্ছি মহান মে দিবস কনসার্টে গান পরিবেশন করতে ক্লোজআপ ওয়ান তারকা রিংকু এখন পঞ্চগড়ে। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড পঞ্চগড় ইউনিটের আয়োজনে এবং রেড ক্যাফে পঞ্চগড় এর তত্ত্বাবধানে বিকেল ৩টায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্ট সফল করতে ৭ দিন ধরে জেলা শহর এবং বিভিন্ন উপজেলায় ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।

কনসার্টের আয়োজকরা জানায়, সোমবার সকালে ক্লোজআপ ওয়ান তারকা রিংকু, সজল এবং আনিকাসহ তারকা শিল্পীরা পঞ্চগড়ে প্রবেশ করেন এবং বর্তমানে তারা স্থানীয় একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন। রিংকুসহ এসব তারকা শিল্পী প্রাণ অল টাইম এর সহযোগিতায় প্রাণ লাচ্ছি মহান মে দিবস কনসার্টে গান পরিবেশন করবেন।

ইতোমধ্যে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হালের তারকা শিল্পী রিংকুর গান উপভোগ করতে সকাল থেকেই স্টেডিয়াম এলাকায় দর্শকদের ভিড় দেখা গেছে। কনসার্টের রেডিও পার্টনার জাগো এফএম ৯৪.৪।

সফিকুল আলম/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।