শুরু হলো ভিশন পিঠানন্দ উৎসবের সিজন-৪

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২৫

দেশজুড়ে পিঠাপ্রেমীদের জন্য ভিশন নিয়ে এলো ভিশন পিঠানন্দ উৎসব সিজন-৪। ক্যাম্পেইনের এই সিজনেও পিঠাপ্রেমীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে নিতে পারবেন লাখ লাখ টাকার পুরস্কার।

সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ভিশন ইলেকট্রনিক্স-এর নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম।

কাজী রাশেদুল ইসলাম বলেন, পিঠাপ্রেমীদের তৈরি করা পিঠার খ্যাতি সারাদেশে ছড়িয়ে দিতে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নিতে ভিশন ইলেকট্রনিক্স এর ফেসবুক পেজে বা  এই লিংকের পোস্টের কমেন্ট বক্সে পিঠার নাম, ছবি, রেসিপি, পিঠাটি কোন এলাকার এবং এটি কোথায় তৈরি করতে শিখেছেন তা পোস্ট করতে হবে। ২২ জানুয়ারি পর্যন্ত এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করা যাবে।

তিনি আরও বলেন, ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের মা-বোনেরা যেমন তাদের রান্নার দক্ষতা তুলে ধরতে পারবেন, তেমনই দেশব্যাপী স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের প্রচারও হবে।

অনুষ্ঠানে আরএফএল ইলেকট্রনিক্সের হেড অব মার্কেটিং এ. জেড. এম. ওবায়দুল্লাহ, ব্র্যান্ড ম্যানেজার রেজওয়ানুল হক, অপারেশন ম্যানেজার আকরাম হোসেন, নূর মোহাম্মদ মামুন এবং একেএম মিজানুর রহমানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।