গণশিক্ষা উপদেষ্টা

শিশুদের ভালোভাবে পড়তে-লিখতে শেখানোই সরকারের টার্গেট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৬ মার্চ ২০২৫

প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ভালোভাবে পড়তে-লিখতে শেখানোটাই সরকারের টার্গেট (লক্ষ্য) বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, ‌‘আমাদের টার্গেট হলো শিশুরা পড়তে পারবে, লিখতে পারবে ও গণিত করতে পারবে। এটুকু মিনিমাম। এর চাইতে যারা ভালো করতে পারবেন, তাদের সালাম দেবো। প্রচার করবো ওই স্কুল খুব ভালো।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর মিরপুরে পিটিআই অডিটরিয়ামে ঢাকা মহানগরের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান শিক্ষকদের উদ্দেশে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শিক্ষকদের নিয়ে বসে অ্যাসেসমেন্ট করেন যে, আপনারা কোন জায়গায় আছেন। কোন জায়গায় কত দিনে যেতে চান। টার্গেট ফিক্সড করেন। আরও ভালো করতে হলে কী করতে হবে, সমস্যা কোথায়, কার্যক্রম ঠিক করেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. আলী রেজা।

দুটি পর্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সূত্রাপুর, গুলশান, সেনানিবাস, মিরপুর, মোহাম্মদপুর ও লালবাগ এবং দ্বিতীয় পর্বে কোতোয়ালি, ডেমরা, মতিঝিল, রমনা, তেজগাঁও এবং ধানমন্ডি থানার (শিক্ষা থানা) প্রধান শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন।

এএএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।