পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত নিয়ে ‘ধোঁয়াশা’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০০ পিএম, ২২ এপ্রিল ২০২৫
ছয় দফা দাবিতে আন্দোলন করছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা/ফাইল ছবি

পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে চলমান আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করার কথা জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, কর্মসূচি স্থগিত নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। তাদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম চলছে। আলটিমেটাম শেষে রাতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

আইডিইবির সদস্যসচিবের আন্দোলন স্থগিতের ঘোষণা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উল্টো অবস্থানে এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী নাহিদ আলম আসিফ বলেন, আমরা আন্দোলন স্থগিতের কোনো ঘোষণা দেইনি। কিছুক্ষণ পর এ বিষয়ে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকৃত সত্য তথ্য তুলে ধরা হবে।

এদিকে, আজ দুপুর আড়াইটার দিকে কারিগরি ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানানো হয়, সবাই ধৈর্য ধারণ করুন। আজ রাতে সমসাময়িক বিষয় নিয়ে সম্মিলিত পলিটেকনিক ইনস্টিটিউটের সঙ্গে মতবিনিময় করে যে সিদ্ধান্ত আসছে তা সংবাদ সম্মেলনে মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সংবাদ সম্মেলনের স্থান ও সময় জানিয়ে দেওয়া হবে পেজে।

এএএইচ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।