৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ

তিন হাজার চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে।
বুধবার (৯ জুলাই) বিকেলে এ পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে-এ আসনবিন্যাস পাওয়া যাবে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রবেশপত্র ডাউনলোড শুরু বৃহস্পতিবার
এদিকে, ৪৮তম বিশেষ বিসিএসে সফলভাবে আবেদন করা চাকরিপ্রার্থীরা বৃহস্পতিবার থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পিএসসির ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
এএএইচ/এমকেআর/জেআইএম