চট্টগ্রাম বোর্ডে পাসের হারে পিছিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:১২ পিএম, ১৭ জুলাই ২০১৯

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মোট পাসের হার ও মেয়েদের পাসের হার দুটোই কমেছে। সে অনুপাতে বেড়েছে ছেলেদের পাসের হার।

বুধবার (১৭ জুলাই) দুপুরে ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসিতে মোট পাসের হার ৬২ দশমিক ১৯ শতাংশ। ২০১৮ সালে পাসের হার ছিল ৬২ দশমিক ৭৩ শতাংশ। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে মেয়েদের পাসের হারে। ২০১৮ সালে যেখানে মেয়েদের পাসের হার ছিল ৬৫ দশমিক ৮৭ শতাংশ। এবার তা নেমে এসেছে ৫৯ দশমিক ২১ শতাংশে।

তবে ২০১৮ সালের তুলনায় বেড়েছে ছেলেদের পাসের হার। গতবার ছেলেদের পাসের হার ছিল ৫৯ দশমিক ৮৭ শতাংশ, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ দশমিক ১১ শতাংশে।

বুধবার দুপুর ১টায় এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান।

বিস্তারিত আসছে...

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।