নবম শ্রেণিতে বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়লো

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৫ এএম, ০১ এপ্রিল ২০২২
ফাইল ছবি

নবম শ্রেণিতে অধ্যয়নরত (২০২০-২১ শিক্ষাবর্ষ) বাদপড়া এবং বিভিন্ন বোর্ড পরিবর্তন (ছাড়পত্র) করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল মনছুর ভূঞাঁ স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২১-২২ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম এরইমধ্যে শেষ হয়েছে। কোভিড-১৯ মহামারির কারণে অনেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারেনি বা অন্য কারণে বাদ পড়েছে। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা বিলম্ব ফি ছাড়া ১ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত নির্ধারণ করা হলো।

এর আগে গত ২৫ মার্চ থেকে বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হয়। যা চলে ৩১ মার্চ পর্যন্ত।

এমএইচএম/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।