মাউশির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস: শিক্ষক রাশেদুল বরখাস্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২৮ জুলাই ২০২২

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের অপরাধে পটুয়াখালী সরকারি কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. রাশেদুল ইসলাইকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক সাক্ষরিত এক নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, মাউশির নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শিক্ষক রাশেদুল ইসলামের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ উত্থাপিত হওয়ায় রাশেদুল ইসলামকে পটুয়াখালী সরকারি কলেজের চাকরি থেকে সাময়িকভাবে বরখান্ত করা হলো।

আরও বলা হয়, বিধি মোতাবেক তিনি বরখাস্তকালীন খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

এমএইচএম/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।