শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণের আওতায় আনবে জাতীয় বিশ্ববিদ্যালয়
দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
তিনি বলেছেন, পেশাদারিত্ব বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই। এরই মধ্যে প্রায় ৬০০ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। আইসিটি ও প্রশাসনিক দক্ষতা বাড়ানোর জন্য প্রতি বছরই পর্যায়ক্রমে সবাইকে প্রশিক্ষণের আওতায় আনা হবে।
মঙ্গলবার (১১ অক্টোবর) গাজীপুর ক্যাম্পাসের সিনেট হলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিভাগীয় প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় উপাচার্য প্রশিক্ষণের আওতায় যারা এখনো আসেনি তাদের তালিকা প্রণয়ন ও প্রশিক্ষণে তাদের অন্তর্ভুক্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
ড. মশিউর রহমান বলেন, দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। এরই মধ্যে এ লক্ষ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ বাস্তবায়নে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অচিরেই দেশের বিভাগীয় অঞ্চলের কলেজগুলোর অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করা হবে।
সভায় শিক্ষক সমাবেশ, সমাবর্তনসহ নানা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেম, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান শাহীনসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
এমএইচএম/আরএডি/এএসএম