অধ্যক্ষ-উপাধ্যক্ষদের বদলির আবেদন শুরু ১৫ জানুয়ারি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ১১ জানুয়ারি ২০২৩

বিসিএস শিক্ষা ক্যাডারের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ পদে বদলিতে অনলাইন আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

বুধবার (১১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা অনুযায়ী অনলাইনে বদলির আবেদন করতে হবে। এক্ষেত্রে অনলাইন ছাড়া অন্য কোনো উপায়ে করা আবেদন বিবেচনা করা হবে না।

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলি/পদায়নে আগ্রহীরা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএইচএম/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।