প্যারাসিটামল দিয়ে ক্যান্সার নির্মূল হয় না : রিজভী
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্যারাসিটামল দিয়ে যেভাবে ক্যান্সার নির্মূল হয় না অনুরূপভাবে এ নির্বাচন কমিশন ও পুলিশ বাহিনী দিয়ে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।
শনিবার বেলা পৌনে ১২টায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দশম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যারা দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন তাদেরকে সরকার ভিলেন বানাচ্ছে। অবৈধভাবে ক্ষমতায় থাকা এ সরকারের পক্ষে জনগণের ম্যান্ডেট আছে কিনা তা তারা লক্ষ করছে না।
রিজভী আরো বলেন, জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করতেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নানাভাবে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে।
যত বাধাই অাসুক বিএনপির কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেও অাশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে খালেদা জিয়ার উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
এমএম/এসএইচএস/এমএস