সহকারী অধ্যাপক পদে দেড় শতাধিক চিকিৎসকের পদোন্নতি


প্রকাশিত: ১১:০৯ এএম, ০৭ মার্চ ২০১৬

দেড় শতাধিক চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে এ মর্মে মন্ত্রণালয়ের পারসোনাল অধিশাখা-১ এর উপসচিব মইনউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদেরকে আগামী ১২ মার্চের মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়। যোগদান না করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী বিভাগীয় পদোন্নতি (ডিপিসি) এর সুপারিশক্রমে পদেন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে শিক্ষক হিসেবে বদলি ও পদায়ন দেয়া হয়। মোট মোট ১২টি বিষয়ের চিকিৎসকরা পদোন্নতি পান।

বিষয়গুলো হলো- এনাটমি, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, পাবলিক হেলথ অ্যান্ড হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, পপুলেশন ডাইনামিক্স, নিউট্রেশন অ্যান্ড বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন, হিস্ট্রোপ্যাথলজি, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, ফার্মাকোলজি ও ভাইরোলজি।

খোঁজ নিয়ে জানা গেছে, পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে এনাটমিতে ১ জন, বায়োকেমিস্ট্রিতে ২৪ জন, কমিউনিটি মেডিসিনে ৬৪ জন, পাবলিক হেলথ অ্যান্ড হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে ১ জন, পপুলেশন ডাইনামিক্সে ১ জন, নিউট্রেশন অ্যান্ড বায়োকেমিস্ট্রিতে ১ জন, ফরেনসিক মেডিসিনে ৭ জন, হিস্ট্রোপ্যাথলজি ১ জন, মাইক্রোবায়োলজিতে ২৫ জন, ফিজিওলজিতে ৩জন, ফার্মাকোলজিকে ১০ জন ও ভাইরোলজিতে রয়েছেন ১০ জন।

এমইউ/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।