টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার


প্রকাশিত: ০৮:২৩ পিএম, ০৯ মার্চ ২০১৬

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিলো স্টিভেন স্মিথরা। বুধবার কেপ টাউনে স্বাগতিকদের বিরুদ্ধে ৬ উইকেটের জয় পেয়েছে সফরকারীরা।

প্রথমে ব্যাট করতে নেমে হাশিম আমলার ৬২ বলে অপরাজিত ৯৭ রানে ঝড়ো ইনিংসের সুবাদে ১৭৮ রান তুলতে সক্ষম হয় প্রোটিয়ারা। জবাবে ব্যাটসম্যানদের দাপটে ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে সহজেই জয়ের দেখা পায় অসিরা।

উসমান খাজা ও শেন ওয়াটসনের ব্যাটে দুর্দান্ত সূচনা করে অস্ট্রেলিয়া। মারমুখী ভঙ্গিমায় উদ্ভোধনী জুটিতে ৭৬ রান করেন তারা। ৪২ রান করে আউট হন ওয়াটসন। ২৭ বলের ঝড়ো ইনিংসটি ২টি চার ও ৩টি ছক্কায় সাজান তিনি।

ফেরার আগে ২৫ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৩৩ রান করেন খাজা। ২৭ বলে ৩টি চারের সাহায্যে ৩৩ রান করেন ওয়ার্নার। এছাড়া ২৬ বলে ২টি করে চার-ছক্কায় ৪৪ রান করেন স্মিথ। শেষ দিকে ম্যাক্সওয়েল ঝড়ে ৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার।

"
স্বাগতিকদের ইনিংসের শুরুটাও ভালো হয়েছিল। আমলার সঙ্গে উদ্বোধনী জুটিতে ৪ ওভারে ৪৭ রান তুলে শক্ত ভিত গড়ে দেন কুইন্টন ডি কক। পঞ্চম ওভারের প্রথম বলে আউট হয়ে ফেরার আগে ১৩ বলে ৪টি চার ও এক ছক্কায় ২৫ রান করেন ডি কক।

এরপর মূলত একাই বোলারদের উপর ছড়ি ঘোড়ান আমলা। ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি ইনিংস খেলতে ৮টি চার ও ৪টি ছক্কা মারেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। পাঁচ নম্বরে নেমে আরেক মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলার ১৬ বলে ৩০ রান করতে ২টি করে চার ও ছক্কা হাঁকান।

অস্ট্রেলিয়ার পেসার কোল্টার-নাইল ৪ ওভারে ৩৬ রান দিয়ে দুটি উইকেট নেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন হাশিম আমলা। সিরিজ সেরা হন ডেভিড ওয়ার্নার।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।