শিশু নির্যাতনের বিরুদ্ধে ফাহমিদা নবীর গান


প্রকাশিত: ০৬:৫১ এএম, ১০ মার্চ ২০১৬

সুন্দ্রাটিকি থেইকা মাদাইয়া/ লজ্জা ঢাকবা কি দিয়া/ নাগপুর থেকে নাইজেরিয়া/ করাচি থেকে ক্যালিফোর্নিয়া/ লজ্জা ঢাকবা কি দিয়া মানুষ/ লজ্জা ঢাকবা কি দিয়া’ - এমন কথায় সম্প্রতি কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। এটি শিশু নির্যাতনের বিরুদ্ধে তৈরি গান।

ফোয়াদ নাসের বাবুর সুর-সংগীতে গানটিতে ফাহমিদা নবীর সঙ্গে আরো গেয়েছেন ‘ভুল মানুষের দলে’ খ্যাত আবদিন (পাপী মনা)। গানটিতে আারো গাইছেন রনি বাংলাদেশ, হাসান আহমেদ ও একাধিক শিশু।

গানটি প্রসঙ্গে ফোয়াদ নাসের বাবু বলেন, ‌‌‘বিশ্বব্যাপী শিশু নির্যাতনের করুণ চিত্র মনকে কাঁদায়। সেই প্রেক্ষাপটে সময়ের প্রামাণ্যচিত্র এই গান। আমর বিশ্বাস গানটি মানুষকে ভাবাবে তার পরিচয় সম্পর্কে।’

এই গানটি ঠাঁই পাবে আন্তর্জাতিক পথ শিশু দিবসে ‘ছোটরাও বড় কিছু হও’ শিরোনামে প্রকাশিতব্য অ্যালবামে। এখানে শিশুদের নিয়ে ৩টি গান থাকবে। অন্য গান দুটি হচ্ছে ‘ছোটরাও বড় কিছু হয়’ এবং ‘হাতিরপুলে হাতি নাই’। অ্যালবামে দুটি গানের কথা লিখেছেন হাসন আহমেদ ও একটির কথা লিখেছেন পাপী মনা।

১২ এপ্রিল বিশ্ব পথশিশু দিবসে প্রকাশ হবে ‘ছোটরাও বড় কিছু হও’ শিরেনামের অ্যালবাম।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।