আইসিটি বিভাগের কর্মকর্তা নন তানভীর


প্রকাশিত: ১০:৩২ এএম, ১৪ মার্চ ২০১৬

আইসিটি বিভাগের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে পরিচয়দানকারী তানভীর জোহা বা তানভীর হাসান জোহা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তা নয় বলে দাবি করেছে মন্ত্রণালয়টি। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন দাবি করে আইসিটি বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় গণমাধ্যমে প্রচারিত সংবাদে তানভীর জোহা বা তানভীর হাসান জোহা নামের এক ব্যক্তিকে আইসিটি বিভাগের কর্মকর্তা বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই নামের কোন ব্যক্তির সঙ্গে আইসিটি বিভাগের কোন ধরনের সংশ্লিষ্টতা নেই এবং তিনি এই বিভাগে কর্মরত নন।

বাংলাদেশ ব্যাংকের অর্থ-পাচার বা হ্যাকিংয়ের ঘটনা অনুসন্ধানে আইসিটি বিভাগ কর্তৃক কোন তদন্ত কমিটি গঠিত হয়নি, এমনকি কোন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবেও আইসিটি বিভাগ কোন অনুসন্ধান কার্যক্রমে জড়িত নয় বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তানভীর জোহা নামের কোন ব্যক্তির কর্মকাণ্ড দ্বারা কোনো ব্যক্তি, মহল বা প্রতিষ্ঠান প্রভাবিত বা প্ররোচিত বা প্রতারিত হলে তার দায়দায়িত্ব আইসিটি বিভাগ বহন করবে না।

বিজ্ঞপ্তিতে জনসাধারণকে এই ধরনের স্পর্শকাতর সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বন জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ।

আরএম/এসকেডি/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।