মায়া সান্তোসসহ পাঁচ জনকে তলব


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১৮ মার্চ ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) জুপিটার স্ট্রিটের শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোসহ পাঁচজনকে তলব করেছেন ফিলিপাইনের বিচার বিভাগ। দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল তাদের বিরুদ্ধে মামলা করার পরই তাদের তলব করা হয়েছে।  

শুক্রবার ফিলিপাইনের গণমাধ্যমের খবরে বলা হয়, আগামী ১২ ও ১৯ এপ্রিল তাদেরকে বিচার বিভাগে হাজির হতে বলা হয়েছে। নির্দোষ প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি ও সাক্ষীসহ তাদের উপস্থিত হতে হবে।

মায়া সান্তোস ছাড়া আরো যাদের তলব করা হয়েছে তারা হলেন মাইকেল ফ্রান্সিসকো রুজ, জেসি খ্রিস্টফার লেগরোরাস, আলফ্রেড সান্তোস ভারগারা এবং এনরিকো তেয়োদরো ভাসকোয়েজ।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।