নটরডেম-হলিক্রস-সেন্ট যোসেফে পরীক্ষার মাধ্যমে একাদশে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০৭ আগস্ট ২০২৩
নটরডেম কলেজ/ফাইল ছবি

চার্চ পরিচালিত নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ কলেজে এবারও পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

দেশের সব কলেজে এসএসসির জিপিএ ও নম্বরের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করালেও উচ্চ আদালতের নির্দেশে প্রতি বছর এ তিন কলেজে ভর্তি কার্যক্রম চলছে নিজস্ব পদ্ধতিতে।

জানা গেছে, এ তিন কলেজে ভর্তি আবেদন শুরু হবে বুধবার (৯ আগস্ট) থেকে। চলবে ১৭ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। কলেজগুলোর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি ৩৫০ টাকা বিকাশে পরিশোধ করার পর অনলাইন থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। যেসব শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন, তাদের ফলাফল প্রকাশ হওয়ার পর সংশোধিত কপি নিয়ে কলেজে সরাসরি যোগাযোগ করতে হবে।

এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, মিশনারি পরিচালিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বিশেষ বিবেচনায় আনা হবে।

আরও পড়ুন>> একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, সর্বোচ্চ ভর্তি ফি ৮৫০০

আবেদনের যোগ্যতা

বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে এসএসসিতে (বাংলা ও ইংরেজি ভার্সন) উচ্চতর গণিতসহ জিপিএ-৫ পেতে হবে। মানবিকে জিপিএ-৩ ও ব্যবসায় শিক্ষায় জিপিএ-৪ থাকতে হবে।

এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থী ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবেন না। ইংরেজি মাধ্যমে পড়া ‘ও’ লেভেলের শিক্ষার্থী ভর্তির আবেদন করতে পারবেন না।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪.৫, বিজ্ঞান ও ব্যবসায় থেকে মানবিক বিভাগে কমপক্ষে জিপিএ-৩.৫ পেতে হবে।

ভর্তি পরীক্ষা ও চূড়ান্ত মনোনয়ন

আবেদনকারী সব প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে।

আরও পড়ুন>> শিক্ষার্থীর চেয়ে আসন বেশি সাড়ে ৮ লাখ, নজর ভালো কলেজে

এসএসসিতে প্রাপ্ত জিপিএ, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে।

লিখিত পরীক্ষা পদ্ধতি

এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছেন, তাদের বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করেছের, তাদের ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।

বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয় বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান। মানবিক বিভাগে বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান।

এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয় থাকবে বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান।

এএএইচ/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।