ইউপি নির্বাচনের ফলাফল বিএনপির জন্য চরম ভরাডুবি


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২৩ মার্চ ২০১৬

বাংলাদেশ আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, মির্জা ফখরুলরা ব্যর্থতার দায় অন্যদের ঘাড়ে চাপানোর চেষ্টা করেন। দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে সারা বাংলাদেশের জনগণ উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। ইউপি নির্বাচনের ফলাফল বিএনপির জন্য চরম ভরাডুবি। তাই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরেও বিএনপি মিথ্যাচার করছে। বিএনপি যে জনগণ থেকে অনেক আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে সেটা ইউপি নির্বাচনের মাধ্যমে আরেকবার প্রমানিত হয়েছে।

বুধবার সকালে কুষ্টিয়া শহরতলীর ইটভাটায় গড়াই নদীর পাড়ে অবস্থিত ইকো পার্কের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
হানিফ আরো বলেন, পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে যে মানুষের কাছে থাকা যায়না সেটা প্রমাণ হয়েছে জনগণের রায়ের মধ্য দিয়ে। বাংলাদেশের জনগণ স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে। যে দলটি মুক্তিযুদ্ধের স্বপক্ষে নেই, স্বাধীনতার চেতনাকে বিশ্বাস করে না সেই দলকে জনগণ আর চাই না। তাই এই নির্বাচনের ফলাফল মির্জা ফখরুলদের কাছে হতাশা।
 
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জাহিদ হোসেন জাফর, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আনার কলি মাহবুব, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।