রাবির বাংলা বিভাগের অ্যালামনাই সম্মিলন ৮ এপ্রিল


প্রকাশিত: ০৭:০১ এএম, ২৬ মার্চ ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের প্রথম অ্যালামনাই সম্মিলন আগামী ৮ এপ্রিল শুরু হতে যাচ্ছে। দুই দিনব্যাপি এ সম্মেলন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বাংলা বিভাগের অ্যালামনাই এর আহ্বায়ক অধ্যাপক ড. পিএম সফিকুল ইসলাম এ তথ্য জানান।

পিএম সফিকুল ইসলাম জানান, আগামী ৮ ও ৯ এপ্রিল বাংলা বিভাগের প্রথম অ্যালামনাই সম্মিলন অনুষ্ঠিত হবে। ৮ এপ্রিল সকালে বিভাগের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এরপর কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মূল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সম্মিলনের উদ্বোধন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আবদুল খালেক। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন। এ দিন বিকেলে স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, সম্মিলনের দ্বিতীয় দিন ৯ এপ্রিল বেলা ১১ টায় শিক্ষা সাহিত্য সংস্কৃতি, সমাজ ও মানবসম্পদ উন্নয়নে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করা হবে।

অধ্যাপক ড. আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন আবুল হাসান চৌধুরী। এরপর বাংলা বিভাগ অ্যালামনাই পুরস্কার ‘কলাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ পুরস্কার-২০১৫’ প্রদান করা হবে। সৃজনশীল ও সাহিত্যে গবেষণায় বিশেষ অবদানের জন্যে দুইজনকে এ পুরস্কার প্রদান করা হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রাশেদ রিন্টু/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।