শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন
শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন মো. দেলোয়ার হোসেন মজুমদার।
সোমবার (৪ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব আম্বিয়া সুলতানা।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী গত ১১ অক্টোবর সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা দেলোয়ার হোসেন মজুমদারকে প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি প্রদান করা হলো। তিনি গ্রেড-২ কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন।
এর আগে দেলোয়ার হোসেন মজুমদার অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলেন। তবে তিনি প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্বে ছিলেন।
এএএইচ/কেএসআর