বইমেলায় আরও ১৭০ নতুন বই, বেশি কবিতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

অমর একুশে বইমেলার ১৮তম দিনে ১৭০টি নতুন বই এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে কবিতার বই। এর আগে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মেলায় ২৭৬টি নতুন বই আসে। এবারের বইমেলায় এ পর্যন্ত দুই হাজার ১০৬টি নতুন বই এসেছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বইমেলায় আরও ১৭০ নতুন বই, বেশি কবিতার

বাংলা একাডেমি, মেলার প্রথম দিন কোনো বই প্রকাশিত হয়নি। দ্বিতীয় দিনে ২১টি নতুন বই আসে। আজ মেলার ১৮তম দিন। এদিন প্রকাশিত ১৭০ বইয়ের মধ্যে কবিতার বই ৬৪টি, গল্পের বই ৩২টি, ১৮টি উপন্যাস, ধর্মীয় গ্রন্থ ৭টি, জীবনী ৫টি, প্রবন্ধ, গবেষণা, অনুবাদ ৪টি করে। এছাড়া বাকিগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন>> বইমেলায় আজ নতুন বই এসেছে ২৭৬টি

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বাংলা একাডেমি আরও জানায়, ফেব্রুয়ারি মাসের আর ১০দিন বাকি। নিয়ম অনুযায়ী মেলার শেষ হতেও বাকি আর ১০দিন। মেলার দিন যত গড়াতে শুরু করেছে নতুন বই প্রকাশের সংখ্যাও তত বাড়ছে। শেষ দিকে বিক্রি বেশি হওয়ায় অনেকেই চান শেষ সময়ে হলেও যেন মেলায় তার বইটি প্রকাশ হয়।

আরএসএম/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।