বইমেলায় শিশুতোষ বই এসেছে ৭২টি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
মেলায় পছন্দের বই খুঁজছে শিশুরা/ ছবি- মাহবুব আলম

অমর একুশে বইমেলায় এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি নতুন বই এসেছে। এরমধ্যে শিশুতোষ বই ৭২টি। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বাংলা একাডেমির জনসংযোগ দপ্তর থেকে এই তথ্য জানা গেছে।

বইমেলায় শিশুতোষ বই এসেছে ৭২টি

বইমেলা শুরুর দ্বিতীয় দিন থেকে মেলায় নতুন বই আসতে থাকে। এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি নতুন বই এসেছে এবারের বইমেলায়। এরমধ্যে শিশুতোষ বই এসেছে ৭২টি। প্রতিদিন গড়ে তিনটি করে শিশুতোষ বই আসছে বইমেলায়। সবচেয়ে বেশি ১০টি শিশুতোষ বই এসেছে গত ১০ ফেব্রুয়ারি।

বইমেলায় শিশুতোষ বই এসেছে ৭২টি

মেলার তথ্যকেন্দ্রের কর্মকর্তারা জানান, প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানের ফলে নতুন বই মেলায় প্রকাশিত হয়নি। দ্বিতীয় দিনে ২১টি নতুন বই আসে মেলায়। আজ মেলার ২৫তম দিন। আজও বেশ কিছু বই আসবে। শেষ দিকে বই বিক্রি বেশি হওয়ায় অনেকেই চায় শেষ সময়ে হলেও যেন মেলায় বই প্রকাশ করা যায়।

আরএসএম/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।