বইমেলায় শাহাদাৎ হোসেনের ‘হনন’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৪৬ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

অমর একুশে বইমেলায় এবার বেরিয়েছে সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরীর উপন্যাস ‘হনন’। বইটি প্রকাশ করেছে স্কিম প্রকাশন। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে আয়োজিত বইমেলায় খড়িমাটির ২২-২৩ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। তাছাড়া ঢাকার বাংলা একাডেমির বইমেলার খড়িমাটির ৫৫৮ নম্বর স্টলেও মিলছে বইটি। এটি লেখকের চতুর্থ বই।

চট্টগ্রামের মিরসরাইয়ে জন্ম লেখক শাহাদাৎ হোসেন চৌধুরীর। শৈশব থেকেই জড়িত শিল্প সাহিত্য ও সংস্কৃতি চর্চায়। থিয়েটারে অভিনয়ের পাশাপাশি নির্দেশনায়ও যুক্ত ছিলেন। জড়িত আছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে। ২০০০ সাল থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত শাহাদাৎ হোসেন চৌধুরী। বর্তমানে কাজ করছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায়।

এবার বইমেলায় প্রকাশিত হয়েছে তার চতুর্থ বই ‘হনন’। এর আগে ২০০৬ সালে উপন্যাস ‘অশ্রু’, ২০১২ সালে ‘বিষ্ময় বালিকা’, ২০১৮ সালে কাব্যগ্রন্থ ‘বিবর্ণ’ প্রকাশিত হয়।

ভালোবাসা, বন্ধুত্ব জীবনের অন্যতম অনুষঙ্গ। এসব নিয়েই মানুষের পথচলা, জীবনযাপন। জীবনের অভিযাত্রায় এসব সম্পর্ক কখনো হয়ে উঠে রঙিন। কখনোবা বিরানভূমি। বিশ্ববিদ্যালয়ের আট বন্ধুর জীবনযাপনের গল্প এ উপন্যাসের উপজীব্য।

দম্ভ, অহমিকার কাছে ভালোবাসা, সম্পর্কের সমাধি হওয়ার ঘটনা অহরহ। মাদকের নীল ছোবলে সুন্দর, সাজানো-গোছানো কত সংসার তছনছ হয়ে যায়। সময়ের ব্যবধানে সম্পর্কগুলো রং বদলায় । সুখের সংসারে রচিত হয় শোকের মহাকাব্য, নিদারুণ ট্র্যাজেডি। হনন উপন্যাসে এমনই গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

ইকবাল হোসেন/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।