প্রকাশিত হলো শিউলী মজুমদারের প্রথম কবিতার বই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

কাব্য প্রকাশনী থেকে প্রকাশিত হলো কবি শিউলী মজুমদারের প্রথম কবিতার বই ‘আড়ালে আবৃত’। বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। প্রচ্ছদ করেছেন নাহিদ হাসান রবিন।

শিউলী মজুমদারের জন্ম চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায়। তার বাবার নাম রতন চন্দ্র রায়, মায়ের নাম ঝর্ণা রানী রায়। পেশায় একজন শিক্ষক তিনি। বসবাস করছেন চাঁদপুর শহরে।

শিউলী মজুমদার দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানীয় এবং জাতীয় পত্রপত্রিকায় লেখালেখি করে আসছেন। বিভিন্ন লিটলম্যাগেও দেখা যায় তার কবিতা। সংসার, পেশা এবং সংগঠনের পাশিপাশি তিনি লেখালেখিতেও সমান মনোযোগী।

বর্তমানে তিনি চাদঁপুরের সাহিত্য সংগঠন চর্যাপদ সাহিত্য একাডেমির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।