এবার মেলায় প্রায় ৪ হাজার নতুন বই


প্রকাশিত: ০৫:২৬ এএম, ২৯ জানুয়ারি ২০১৫

আগামী ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হবে অমর একুশে বইমেলা ২০১৫। গত বছরের মত এবারও মেলা বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। মাসব্যাপী এই বইমেলার সব প্রস্তুতি প্রায় শেষের পথে। বাংলা একাডেমীর মহাপরিচালক জানিয়েছেন, এবারের মেলাতে প্রায় ৪ হাজার নতুন বই প্রকাশিত হবে।

ফেব্রুয়ারির ১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন। এবারের বইমেলাকে আরও বেশি সম্প্রসারিত করা হয়েছে এবং নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান বাংলা একাডেমীর মহাপরিচালক।

প্রকাশকদের সংশয় হরতাল ও অবরোধের কারণে এবারের মেলায় লোক সমাগম কিছুটা কম হতে পারে। তাছাড়া ফেব্রুয়ারির ১৪ তারিখ থেকে শুরু হবে বিশ্বকাপ ক্রিকেট, সেজন্য ক্রিকেটপ্রেমীরাও মেলাতে কম আসতে পারে বলে তাদের ধারণা ।

এবারের মেলায় বইপ্রেমীদের হয়রানি কমাতে ও বইমেলার নিরাপত্তার জন্য পুলিশ মেলার প্রবেশপথে আর্চওয়ে গেট বসাবে এবং বাইরে থেকে মেলার ভেতর পর্যন্ত ৩ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

’একুশ আমাদের পরিচয়’- এই স্লোগান নিয়ে ৫২’র ভাষা শহীদদের স্মরণে ১৯৮৪ সাল থেকে বাংলা একাডেমি প্রতি বছর আয়োজন করে আসছে অমর একুশে বইমেলা। সময়ের প্রয়োজনে সেই মেলা এখন বাঙালির মিলন মেলায় পরিণত হয়েছে। পরিণত হয়েছে বাঙালির মননশীলতার প্রতীকে।

এআরএস

                                                                                        
                                                                                        

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।