প্যাভিলিয়ন পেল ১০ প্রতিষ্ঠান
অমর একুশে বইমেলা ২০১৫ এর জন্য লটারির মাধ্যমে মোট ১০টি প্রতিষ্ঠানকে প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে।প্যাভিলিয়ন বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো-সাহিত্য প্রকাশ, অনুপম প্রকাশনী, আগামী প্রকাশন, সময় প্রকাশন, অন্য প্রকাশ, অনন্যা, ইউপিএল, কাকলী প্রকাশনী, মাওলা ব্রাদার্স ও পাঠক সমাবেশ। এছাড়াও মেলায় বাংলা একাডেমির একটি নিজস্ব প্যাভিলিয়ন থাকছে।
গত শনিবার বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং মেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদের উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়। প্রকাশকদের মধ্যে উপস্থিত ছিলেন কাকলী প্রকাশনীর স্বত্তাধিকারী এ কে এম নাসির আহমেদ সেলিম, সময় প্রকাশনের ফরিদ আহমেদ, অনুপম প্রকাশনীর মিলন কান্তি নাথ, অ্যাডর্ন পাবলিকেশন্সের সৈয়দ জাকির হোসেন প্রমুখ।
সাধারণত স্টলের তুলনায় প্যাভিলিয়নের আয়তন অনেক বেশি হয়ে থাকে তাই বড় বড় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে লটারির মাধ্যমে প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়। এ বছর প্রতিটি প্যাভিলিয়নের আয়তন হবে ৪০০ বর্গফুট (২০ ফুট /২০ ফুট)।
এছাড়াও এবারের বইমেলাতে এক ইউনিটের স্টল বরাদ্দ পেয়েছে ১৫১টি প্রতিষ্ঠান, ১১৫টি প্রতিষ্ঠান দুই ইউনিটের এবং ৫২টি প্রতিষ্ঠান তিন ইউনিটের স্টল বরাদ্দ পেয়েছে।
গত রোববার বেলা ৩টায় বাংলা একাডেমি কোথায় কোন স্টল বসবে লটারির মাধ্যমে সেটি নির্ধারণ করে দিয়েছে এবং সে অনুযায়ী এখন স্টল সাজানোর কাজ চলছে।
এবারের মেলায় লিটলম্যাগের জন্য স্টল থাকবে ৭৫টি এবং বাংলা একাডেমির নিজস্ব চারটি স্টল থাকবে, যার দুটি একাডেমি প্রাঙ্গনের ভেতরে ও দুটি বাইরে থাকবে।
ফেব্রুয়ারির ১ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন বলে জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। তারা আরও বলেছেন, এবারের মেলাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, ফ্রান্স, জার্মানি, সুইডেন, বেলজিয়াম , ডেনমার্ক, মালয়েশিয়া, ইকুয়েডরসহ বিভিন্ন দেশ ও ভাষার প্রায় ৪১ জন কবি, কথাসাহিত্যিক, নাট্যকার ও সাহিত্য-সমালোচক অংশগ্রহণ করবেন।
আরকে/এআরএস