বইমেলায় আনাগোনা বাড়ছে শিক্ষার্থীদের

ছবি: মাহবুব আলম

করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বইমেলায় আনাগোনা বাড়ছে শিক্ষার্থীদের। সরকারি ছুটির দিনের মতো সপ্তাহের প্রথম কর্মদিবসেও বইমেলায় ভিড় বেড়েছে।

রোববার (২১ মার্চ) বিকেল তিনটা থেকে শুরু হয় বইমেলা। সরেজমিনে দেখা যায়, বইমেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্টলের সামনে কিশোর, যুবক ও মধ্যবয়সীরা ভিড় করছেন। বিভিন্ন লেখকের বই হাতিয়ে দেখছেন তারা।

jagonews24

অন্যবার বইমেলায় সব বয়সী মানুষের আনাগোনা থাকলেও এবার তা দখল করে নিয়েছে নির্দিষ্ট বয়সের মানুষ। করোনায় শিশু প্রহর বন্ধ থাকায় শিশুরা ও সংক্রমণের ঝুঁকি থাকায় বয়োবৃদ্ধরা খুব কমই মেলায় আসছেন। ফলে, এবারের বইমেলায় সব বয়সের মানুষের আলিঙ্গন একটু কম হয়েছে।

দেশের সবচেয়ে বড় বইমেলায় ঘুরতে আসা তামিরুল মিল্লাত মাদরাসার শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আমি প্রত্যেকবারই বইমেলায় আসি। এবার আমি ইতিহাসের ওপর লেখা তিনটি বই ও ছয়টি উপন্যাস আমার জন্য কিনেছি। আমার ছোট ভাইয়ের জন্য দুটি সায়েন্স ফিকশন আর ছোট বোনের জন্য চারটি শিশুতোষ বই কিনেছি।

jagonews24

আগামী প্রকাশনীর সহকারী প্রকাশক বলেন, আজকে বইমেলায় অনেক বইপ্রেমী মানুষরা এসেছেন। যা গতকালের চেয়ে বেশি। আমরা আশা করবো, সামনের দিনগুলো বইপ্রেমীদের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।

এমআরআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।