ফাগুনের আগুন বইমেলাতেও


প্রকাশিত: ০৭:৩২ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

বসন্তের প্রথম দিনে শিমুল-পলাশের রঙ লেগেছে আজ মনে মনে। ফুলে সজ্জিত প্রকৃতি মানবপ্রাণেও ছড়িয়ে দিয়েছে ভালবাসার রঙ। আর সে রঙে রঙিন নগরবাসীর প্রধান পছন্দের জায়গা যেন বইমেলা প্রাঙ্গণ। প্রাণের উৎসবে মেতে উঠতে দিনভর নানা প্রান্ত থেকে বিভিন্ন বয়সী নর-নারী বাসন্তী সাজে হলুদ পোশাকে সজ্জিত হয়ে এসেছেন প্রাণের এ মেলায়। ঘুরে ঘুরে বই দেখেছেন, কিনছেন। কেউ কেউ আবার ঘুরে বেড়াচ্ছেন বন্ধু-বান্ধব নিয়ে। শনিবার বেলা ১১টায় মেলা শুরু হওয়ার পর থেকেই ঢল নামে দর্শনার্থী ও বইপ্রেমীদের।

কবির ভাষায়, ‘ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত, পাখি ডাকুক আর নাই ডাকুক আজ বসন্ত’। প্রকৃতির নিয়মেই এসেছে ফাল্গুন, ধরায় এসেছে বসন্ত। বসন্ত এসেছে মানুষের মনে। যার বহিঃপ্রকাশ তার উচ্ছ্বাসে। সকালের মৃদুমন্দ হাওয়ায় ফুরফুরে মেজাজে বেরিয়ে পড়েছেন ঘর থেকে। পেতে চান প্রকৃতির সান্নিধ্য।

তারই রেশ ধরে বসন্তের প্রথম প্রহর সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে বসন্তের শোভাযাত্রা বের হয়। তাতে অংশগ্রহণ করেন উৎসবপ্রিয় তরুণ-তরুণী। ফলে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় টিএসসি থেকে বইমেলা প্রাঙ্গণ পর্যন্ত।

বসন্তের এমন মাতাল সমীরণে তরুণীর পরনে বাসন্তী শাড়ি। মাথায় হরেকরকম ফুলের ব্যান্ড। খোলা চুলে হেঁটে চলে তরুণীর দল। এ এক অন্যরকম আবেশ। তাই ভিন্ন সাজে সেজেছে অমর একুশে বইমেলা। বয়ে চলছে ফাগুনের আগুন বইমেলাতেও।

এছাড়া আজ (শনিবার) সরকারি ছুটির দিন হওয়ায় সকাল থেকে অন্যান্য দিনের চেয়ে লোকসমাগম বাড়ছে বইমেলায়। সময় অতিক্রম করে প্রিয় মানুষের সঙ্গে ঘুরাঘুরি মূল উদ্দেশ্য থাকলেও পছন্দের লেখকের বইও কিনছেন অনেকে। এছাড়া ফাল্গুনের প্রথম দিনে স্বরস্বতি পূজা হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজা শেষে অনেকেই বইমেলায় আসছেন।

book

বইমেলায় আসা নবদম্পতি এমদাদ-পলি জাগো নিউজকে বলেন, বিয়ের এক বছর পূর্তি হওয়ার পথে। এর মধ্যে ফাগুনের মতো উৎসব পেয়েছি। কাল (রোববার) আবার ভালোবাসা দিবস। আনন্দের বাধ যেন ভেঙ্গে যাচ্ছে।

তারা আরো বলেন, বইমেলাও পড়ে গেল একই দিনে। কত যে উৎফুল্ল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। হলুদ পোষাক পড়ে বের হওয়ার মূল উদ্দেশ্যে ঘুরাঘুরি হলেও কয়েকজন লেখকের বই কিনবো।

বাসন্তী সাজে মেলায় ঘুরতে আসা নীলা আফরোজ জাগো নিউজকে বলেন, “মেলায় এসে খুব ভালো লাগছে। আজ বসন্তের প্রথম দিন। তাই বাসন্তী সাজে সেজেছি। এতো আমাদেরি উৎসব। আমাদের সংস্কৃতির বহিঃপ্রকাশ।”

কয়েকটি স্টলে কথা বলে জানা যায়, আজ (শনিবার) সকাল থেকেই ভালো বিক্রি হচ্ছে। গত ১২ দিনের চেয়ে আজ বেশি বিক্রি করতে পারবেন বলেও আশাবাদ প্রকাশ করেন তারা।

এমএম/এসইউ/আরএস/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।